Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


টিএমএসএস মেডিকেলের অধ্যক্ষ হলেন ডা. জাকির

Main Image

অধ্যাপক ডা. জাকির হোসেন


বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জাকির হোসেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) এই দায়িত্ব পাওয়ার আগে থেকেই প্রতিষ্ঠানের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন তিনি। এছাড়া তিনি হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি।

কর্মজীবনে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক ডা. জাকির হোসেন। পরে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কে-৩৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন মেডিসিন বিভাগের এই জীবন্ত কিংবদন্তি।

আরও পড়ুন