Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫


করোনা নিয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ

Main Image

৯৭ বছর বয়সী মাহাথির একজন হৃদরোগী এবং এই সংক্রান্ত জটিলতায় গত জানুয়ারিতে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন


করোনাভাইরাস শনাক্তের পর হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বুধবার (৩১ আগস্ট) মাহাথিরের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরা।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি বুধবার সকালে মাহাথির মোহাম্মদ নিশ্চিত হন। এরপর চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। তবে বিবৃতিতে এর বেশি কিছু জানানো হয়নি।

৯৭ বছর বয়সী মাহাথির একজন হৃদরোগী এবং এই সংক্রান্ত জটিলতায় গত জানুয়ারিতে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন।

মালয়েশিয়ার দুইবারের প্রধানমন্ত্রী মাহাথির। প্রথমবার ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এরপর ২০১৮ সালের মে মাসে পুনরায় বিরোধী দলীয় জোটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী হন। যদিও জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই বছর পর তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন