Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. শাহাজাদী মরিয়ম আর নেই

Main Image

ডা. শাহাজাদী মরিয়ম ইন্তেকাল করেছেন।


ঢাকা ডেন্টাল কলেজের সার্জারি বিভাগের লেকচারার ডা. শাহাজাদী মরিয়ম সোমবার (২২ আগস্ট) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বুধবার (২৪ আগস্ট) ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহাজাদী মরিয়ম অনেকদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন। তাকে পারিবারিকভাবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছিল।

তাঁর মৃত্যুতে ঢাকা ডেন্টাল কলেজ ও শিক্ষক সমিতি শোক প্রকাশ করেছে। একইসাথে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

 

আরও পড়ুন