Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


পানি-বিদ্যুৎ সমস্যায় ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকরা

Main Image

সামগ্রী স্থাপন করতে একটু সময় লাগবে। আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে


আবাসিক হোস্টেলে পানি ও বিদ্যুৎ সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (১৭ আগস্ট) রাত থেকে এই কর্মসূচি পালন করছেন না। এতে রোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

আন্দোনলকারীদের অভিযোগ, তিন-চার মাস আবাসিক হোস্টেলের চতুর্থ তলায় পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে তাদের গোসল, খাওয়া, টয়লেটসহ বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন শুরু করেছেন তারা।

পাবনা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন বলেন, ওয়াশরুমে পানি থাকে না, বিদ্যুৎ থাকে না। বিভিন্ন সময়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও গুরুত্ব দেয়নি। চিকিৎসকরা মানবেতর জীবনযাপন করছেন।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, পানি ও বিদ্যুৎ সমস্যা সামধানের চেষ্টা চলছে। সামগ্রী আনা হয়েছে, এগুলো স্থাপন করতে একটু সময় লাগবে। আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন