Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


১২বছর পর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান

Main Image

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


একযুগ পর আবারও সিজারিয়ান সেকশন শুরু হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মঙ্গলবার (১৬ই আগস্ট) রাজবাড়ী জেলা সিভিল সার্জন  থেকে প্রকাশিত এক বিঞ্গপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয় জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এবং  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. আমিরুল হকের প্রচেষ্টায় ১৫ই আগস্ট (সোমবার) বেলা ১টা ২৯ মিনিটে সিজারিয়ান সেকশনের মাধ্যমে এক সুস্থ নবজাতকের জন্ম দেন মা শারমিন।

অপারেশন টিমে ছিলেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. তৃপ্তি সরকার, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. প্রদীপ কান্তি পাল, সহকারী সার্জন ডা. নাজনীন নাহার নীরা,  সিনিয়র স্টাফ নার্স হোসনে আরা।

আরও পড়ুন