Advertisement
Doctor TV

রবিবার, ১১ মে, ২০২৫


আলজেরিয়ায় দাবানলে ২৬ জনের মৃত্যু

Main Image

উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে


আলজেরিয়ার উত্তরাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জনের মৃত্যু এবং বহু আহত হয়েছে। ফসলি জমিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলজুদ।

মৃতদের মধ্যে ২৪ জন তিউনিসিয়ার সীমান্ত সংলগ্ন এল তারাফে ও সেতিফে এলাকায় এক মা ও তার কন্যার মৃত্যু হয়েছে হয়েছে বলে জানা গছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সন্ধ্যায় দমকলকর্মীরা হেলিকপ্টারের সহায়তায় বেশ কয়েকটি এলাকার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।

দাবানলের কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির দমকল বাহিনী জানিয়েছে, এল তারাফের অবস্থা সবচেয়ে নাজুক, সেখানে ১৬টি এলাকায় নতুন আগুন অগ্রসর হওয়ার পর্যায়ে রয়েছে।

শেষ খবর পর্যন্ত সেতিফে মৃত্যু হওয়া মা (৫৮) ও তার কন্যার (৩৬) নাম প্রকাশ করা হয়নি। দাবানলে শহরটির বহু বাড়ি পুড়ে গেছে ও আগুন আশপাশের অনেক গ্রামে ছড়িয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন