Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


দিনে গড়ে ১০০ জন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে

Main Image

২৬ আগস্ট থেকে স্কুলগুলোতে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে শিশুদের জন্য ফাইজারের বিশেষ ১৫ লাখ ডোজ টিকা পাওয়া গেছে


ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশেপাশে পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। দিনে গড়ে ১০০ জন আক্রান্ত হচ্ছেন। এ জন্য সবাইকে সতর্ক হতে হবে।

রবিবার (৭ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোসাল মেডিসিনের (নিপসম) অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, করোনা টিকার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় অল্প কিছু দিনের মধ্যেই দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ হয়ে যাবে। যারা এখনও দ্বিতীয় ডোজ নেননি, তারা বুস্টার নিতে পারবেন না। এ জন্য যত দ্রুত সম্ভব, নিকটবর্তী কেন্দ্রে গিয়ে টিকা নিন।

জাহিদ মালেক বলেন, বিআইসিসিতে শিশুদের পরীক্ষামূলক করোর টিকাদান শুরু হবে। এরপর ২৬ আগস্ট থেকে স্কুলগুলোতে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে শিশুদের জন্য ফাইজারের বিশেষ ১৫ লাখ ডোজ টিকা পাওয়া গেছে।

আরও পড়ুন