Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ভারতে হাসপাতালে আগুন, নিহত ৮

Main Image

সোমবার মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে আটজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। সোমবার মধ্যপ্রদেশের জাবালপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলিশ বলছে, দামোহ নাকা এলাকার গোহালপুরের নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতাল অগ্নিকাণ্ডের পরপরই জরুরিভিত্তিতে বেশ কিছু রোগীকে সরিয়ে নেওয়া হয়। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় মৃতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আর আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানান তিনি।

প্রাথমিক তদন্তের পর দমকলকর্মীদের ধারণা, হাসপাতালের আগুন নেভানোর যন্ত্রগুলো ঠিকমতো কাজ করেনি। তাছাড়া ভবনে ব্যাপক পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও বেশি ছড়িয়েছে।

আরও পড়ুন