Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


কুর্মিটোলা হাসপাতাল ১৫ দিন ব্যাপী সেবাপক্ষ পালনের কর্মসূচি

Main Image

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ১৫ দিন ব্যাপী সেবাপক্ষ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম আজ সোমবার (১ আগস্ট) সকাল ১১টায় হাসপাতালের এ কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড সুগার পরিমাপ, ব্লাড প্রেসার পরিমাপ, স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধক সচেতনতা কর্মসূচি। এ ছাড়াও হৃদরোগ, লিভার রোগ, স্ট্রোক, জরায়ু ক্যান্সার ইত্যাদি রোগ স্ক্রিনিং ও প্রতিরোধের সচেতনতা সৃষ্টির পাশাপাশি স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও শরীর চর্চার গুরুত্ব নিয়ে কার্যক্রম পরিচালনা করা।

সেই সঙ্গে বিভিন্ন বিভাগ ও ইউনিটে বিভাগভিত্তিক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

আরও পড়ুন