Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


পাকিস্তান যদি থ্যালাসেমিয়ামুক্ত হতে পারে বাংলাদেশ কেন পারবে না?

Main Image

থ্যালাসেমিয়ামুক্ত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন


আওয়ামী লীগের সংসদ সদস্য ও প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আবদুর আজিজ বলেছেন, বাংলাদেশ থেকে থ্যালাসেমিয়ামুক্ত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। পাকিস্তান যদি থ্যালাসেমিয়ামুক্ত হতে পারে বাংলাদেশ কেন পারবে না?

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সায়েন্টিফিক  সেমিনারে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী এবিএম তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া নির্মূলে স্থানীয় সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সবই করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগ ও মুভমেন্ট ফর থ্যালাসেমিয়া ইরাডিকেশন ইন বাংলাদেশ (এমটিইবি) এর যৌথ উদ্যোগে ‘থ্যালাসেমিয়া এন ইমার্জিং ন্যাশনাল হেলথ ইস্যু: ওয়ে টু মিনিফাই’ শীর্ষক এক আলোচনা সভায় 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা, পুনবার্সন ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আরও পড়ুন