Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ওমিক্রনে কাবু অস্ট্রেলিয়া, রেকর্ড রোগী হাসপাতালে

Main Image

সবচেয়ে বেশি টিকা দেওয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম


অস্ট্রেলিয়ায় নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। ভাইরাসটির ওমিক্রন ধরনের প্রভাবে দেশটিতে রেকর্ডসংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হয়ছেন। খবর আল-জাজিরার।

সোমবার (২৫ জুরাই) হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫০ জনে। এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময় গত জানুয়ারিতে রেকর্ড ৫ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি ছিল।

বিএ.৪ এবং বিএ.৫ ওমিক্রন উপ-ধরনের কারণে অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। জুনের শেষ সময় থেকেই অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। হাসপাতালের অনেক কর্মীরাও করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে স্বাস্থ্যসেবা সংকটের মুখে পড়েছে।

সবচেয়ে বেশি টিকা দেওয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। দেশটির ১৬ বছরের বেশি বয়সীদের প্রায় ৯৫ শতাংশই করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। আর ৭১ শতাংশ বুস্টার ডোজ পেয়েছেন।

অস্ট্রেলিয়ায় করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯১ লাখ ৩৬ হাজার ১১০ জন। মারা গেছেন ১১ হাজার ১৮৫ জন।

আরও পড়ুন