Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


নরসিংদীতে দুটি ক্লিনিকে অভিযান, জরিমানা

Main Image

নরসিংদীর জেলা প্রশাসন জানিয়েছে, অনিবন্ধিত এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে


নরসিংদী সদর এলাকায় অবস্থিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে  জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম  মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন রয়েছে কি না, তা যাচাই করেন  নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।

নিবন্ধন নবায়ন না করায় তিনি সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী হরিপদ সাহাকে ৫ হাজার এবং নরসিংদী গ্রিন লাইফ হাসপাতাল ও ডায়াগনস্টিক  সেন্টারের ম্যানেজার হৃদয় সাহাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা.  মো. আশরাফ হোসেন সহযোগিতা করেন এবং জেলা পুলিশের একটি টিম সঙ্গে ছিল।

নরসিংদীর জেলা প্রশাসন জানিয়েছে, অনিবন্ধিত এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

আরও পড়ুন