Advertisement
Doctor TV

শনিবার, ১০ মে, ২০২৫


করোনায় আরও ৭ মৃত্যু

Main Image

শনাক্তের হার ৯.৭৭ শতাংশ


গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৯.৭৭ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৬৭১ জন ঢাকা বিভাগের, ৩১ জন ময়মনসিংহ বিভাগের, ১৪৬ জন চট্টগ্রাম বিভাগের, ৫১ জন রাজশাহী বিভাগের, ৪৬ জন রংপুর বিভাগের, ৬৯ জন খুলনা বিভাগের, ৪১ জন বরিশাল বিভাগের এবং ১৭ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১১.১২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ।

 

আরও পড়ুন