Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

Main Image

কয়েক বছর আগে বরিশালে মোবাইল কোর্টের মাধ্যমে তিনি ভুয়া চিকিৎসক হিসেবে দণ্ডিত হয়েছিলেন


খুলনার কয়রা উপজেলায় মোবারক হোসাইন নামে এক ভুয়া চিকিৎসকে আটক করেছে র‌্যাব-৬। সোমবার (৪ জুলাই) রাতে উপজেলার অর্জুনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে মামলা দিয়ে মোবারককে কয়রা থানায় হস্তান্তর করে র‌্যাব। পুলিশ মঙ্গলবার (৫ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

র‌্যাব জানায়, মেডিকেল কলেজের সনদপত্র না থাকলেও মোবারক দীর্ঘদিন এলাকায় মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ পরিচয়ে চেম্বার খুলে রোগী দেখে আসছিলেন। তার কাছে কয়েকটি ভুয়া ডিগ্রি উল্লেখপূর্বক ডাক্তারি প্যাড ও পরিচয়পত্র পাওয়া গেছে।

র‌্যাব আরও জানায়, মোবারকের বিরুদ্ধে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। কয়েক বছর আগে বরিশালে মোবাইল কোর্টের মাধ্যমে তিনি ভুয়া চিকিৎসক হিসেবে দণ্ডিত হয়েছিলেন।

আরও পড়ুন