Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


কলেরা টিকা গ্রহণে লক্ষ্য রাখতে হবে যেসব বিষয়

Main Image

গত ২৬ জুন থেকে শুরু হয়েছে কলেরা টিকাদান কর্মসূচি।


গত ২৬ জুন থেকে শুরু হয়েছে কলেরা টিকাদান কর্মসূচি। চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। ঢাকা শহরের পাঁচটি স্থানের (যাত্রাবাড়ি, সবুজবাগ, মোহাম্মদপুর ও দক্ষিণখান) ৭০০টি  কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

কলেরা টিকা গ্রহণে লক্ষ্য রাখতে হবে যেসকল বিষয়েঃ

Ø  ১ বছর বয়স থেকে সকলে কলেরা টীকা নিতে পারবেন।

Ø  গর্ভবতী নারীরা এই টিকা নিতে পারবেন না।

Ø  প্রথম ডোজ নেওয়ার ১৪-৩০ দিন পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন। 

Ø  যারা ১৪ দিনের মধ্যে অন্য কোণো টিকা গ্রহণ করেছেন তারা এই টীকা নিতা পারবেন না।

Ø  টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না

 প্রতিদিন সকাল ৭টা হতে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রায় ২৩ লাখ মানুষকে দেওয়া হবে এই টিকা।

আরও পড়ুন