Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৮০

Main Image

৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তানের কিছু এলাকা


আফগানিস্তানে পাকতিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২৮০ জন। আহত হয়েছেন আরও ১৫৫ জন।

বুধবার (২২ জুন) ভোরে দেশটিতে এ ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে রয়টার্স।

৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তানের কিছু এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বখতার বলছে, হেলিকপ্টারে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

তালেবানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষে প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, পূর্বাঞ্চলের নাগাহার ও খোস্ট প্রদেশের ভূমিকম্পে মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন