Advertisement
Doctor TV

রবিবার, ২৭ জুলাই, ২০২৫


সিওমেক অধ্যাপক ডা. শামছুর রহমান ময়না আর নেই

Main Image

তিনি বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) সিলেট শাখার আজীবন সদস্য ছিলেন।


অধ্যাপক ডা. শামছুর রহমান ময়না মারা গেছেন। তিনি  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) পেডিয়াট্রিক সার্জারি বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

আজ সোমবার (২০ জুন) সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 ডা. শামছুর রহমান ময়নার মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) সিলেট বিভাগের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক।

মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, তিনি বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) সিলেট শাখার আজীবন সদস্য ছিলেন।

 

আরও পড়ুন