মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠান খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন সঞ্জয়
সঞ্জয় কুমার নাথ। মূলত এসএসসি পাস। তবে নিজেকে পরিচয় দিতেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে। নিজেকে এমবিবিএস, এমডি (অফ), এমইপিএফ (আমেরিকা) বলে পরিচয় দিতেন। এভাবে প্রতারণার মাধ্যমে ১৬ বছর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কাজ করে আসছেন।
অবশেষে র্যাব-৭ তাকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাট মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে তার ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে আটক করেছে।
শনিবার (১৮ জুন) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠান খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন সঞ্জয় কুমার নাথ। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটকের পর সঞ্জয় কুমার নাথ তার চিকিৎসা বিষয়ক সবকিছু ভুয়া বলে স্বীকার করেছেন। তার চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন