Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডা. বুলবুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Main Image

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়


দন্ত চিকিৎসক ডা. বুলবুল হত্যা মামলার প্রধান আসামি রিপনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৬জুন) রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৩০ মার্চ  এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের নির্মাণাধীন স্টেশনের নিচে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে খুন হন দন্তচিকিৎসক মাহী বুলবুল। ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সকাল আটটার দিকে মিরপুরের কাজীপাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে তাঁর কাছ থেকে একটি মুঠোফোন খোয়া গেলেও সঙ্গে থাকা ১২ হাজার টাকা, অন্য একটি মুঠোফোন ও আঙুলে থাকা সোনার আংটি উদ্ধার করে তারা।

ডা. বুলবুল স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। দেড় বছর বয়সী ছেলে ও সাত বছরের মেয়ে রয়েছে নিহত বুলবুলের।

 

আরও পড়ুন