Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউ-তে ডা. খুরশিদ জাহান মওলার স্মরণে শোকসভা

Main Image

বঙ্গবুন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এই শোকসভার।


অধ্যাপক ডা. খুরশিদ জাহান মওলার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি ছিলেন দেশের গাইনি অনকোলজি বিভাগের প্রথম বিশেষজ্ঞ চিকিৎসক।  তাঁকে নারী ক্যান্সার চিকিৎসার পথিকৃৎ হিসেবে মুল্যায়ন করেন দেশের চিকিৎসকরা।  

বুধবার (১৫ জুন) বঙ্গবুন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি ফর কল্পোস্কপি এন্ড সারভাইক্যাল প্যাথলজি (বিডিএসসিসিপি) এ শোকসভার আয়োজন করে। এসময় ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হোন খুরশীদ জাহানের স্বামী ইউরো-অনকোলজির অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সালাম। 

অনুষ্ঠানে প্রয়াত চিকিৎসকের স্মরণে বক্তব্য রাখেন বিডিএসসিসিপি-এর বর্তমান সভাপতি অধ্যাপক ডা. আশরাফুন্নেসা। এ সময় তিনি বলেন,  ডা. খুরশিদ জাহান মওলা ছিলেন একজন বিনয়ী সদালাপী মানুষ। একজন সহকর্মী ও শিক্ষক হিসেবে তিনি সকলের কাছেই অত্যন্ত প্রিয় ছিলেন।

এসময় আরো বক্তব্য রাখেন বিডিএসসিসিপির সেক্রেটারি জেনারেল আফজালুন্নেসা, সহ-সভাপতি অধ্যাপক ফৌজিয়া, স্বাধীনতা পদক জয়ী অধ্যাপক টি এ চৌধুরীসহ অন্যরা।

সভার শুরুতে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দো’আ করা হয়।

স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক লায়লা আরজুমান বানু, অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, অধ্যাপক ডা. এম এ হাই,  বিডিএসসিসিপি ও ওজিএসবির সদস্যসহ প্রমুখ।  

উল্লেখ্য, গত ১৫ মে ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাইনি অনকোলজির এই চিকিৎসক।  

আরও পড়ুন