Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মাঙ্কিপক্স মোকাবিলায় ১ লাখ টিকা কিনল ইইউ

Main Image

এই টিকা মাঙ্কিপক্স ভাইরাসের বিরুদ্ধেও কাজ করবে


মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মঙ্গলবার (১৪ জুন) প্রায় ১ লাখ ১০ হাজার ডোজ টিকা কিনেছে। এগুলো এই জোটের দেশগুলোর মধ্যে বিতরণ করা হবে। খবর এবিসির।

ডেনিশ ফার্ম ব্যাভারিয়ান নর্ডিকের তৈরি টিকাগুলো ইইউতে গুটিবসন্তের বিরুদ্ধে সম্প্রতি ব্যবহারের অনুমোদন পেয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, এই টিকা মাঙ্কিপক্স ভাইরাসের বিরুদ্ধেও কাজ করবে।

ইইউর স্বাস্থ্য কমিশনার স্টেলা কিরিয়াকাইডস বলেন, চুক্তির মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে, মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিদের সুরক্ষার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে অতীব প্রয়োজনীয় টিকাগুলো সরবরাহ করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মাঙ্কিপক্স পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর একটি স্থানীয় রোগ। মে মাসের শুরু থেকে আফ্রিকান দেশগুলোর বাইরে ২৮টি দেশে ১ হাজার ৬০০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ইইউর জোটভুক্ত দেশগুলোর মধ্যে ১৯টিতে প্রায় ৯০০ জনের আক্রান্তের ঘটনা নিশ্চিত হওয়া গেছে।

ইইউ জানিয়েছে, জুনের শেষ নাগাদ তারা টিকা বিতরণ শুরু করবে। এ ছাড়া এ চুক্তির আওতায় জোটভুক্ত নয়, এমন দেশ নরওয়ে ও আইসল্যান্ডেও টিকা দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনেকটা গুটিবসন্তের মতো হলেও মাঙ্কিপক্সের উপসর্গ মৃদু। শুরুতে জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, ক্লান্তি, অবসাদ ইত্যাদি দেখা দেয়। ফুলে যেতে পারে লসিকা গ্রন্থি। এক থেকে তিন দিনের মধ্যে সারা গায়ে ফুসকুড়ি ওঠে। মুখে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই ফুসকুড়ি।

বসন্তের মতোই প্রথমে লাল, তারপর ভেতরে জলপূর্ণ দানা, শেষে শুকিয়ে পড়ে যেতে থাকে। দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হয় এই রোগ। তারপর নিজে নিজেই সেরে যায়। বেশির ভাগ ক্ষেত্রে তেমন বড় কোনো জটিলতা হয় না।

আরও পড়ুন