Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


অ্যামিলয়ডোসিসে আক্রান্ত মোশাররফের অবস্থা সংকটাপন্ন

Main Image

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই জেনারেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে


পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের মৃত্যুর গুজব নাকচ করে দিয়েছে তার পরিবার ও দল। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। খবর ডনের।

শুক্রবার (১০ জুন) এক বিবৃতিতে মোশাররফের নিজের টুইটারে পরিবার জানিয়েছে, ‘তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়নি। শারীরিক জটিলতার কারণে শেষ তিন সপ্তাহ তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এই সংকটাপন্ন অবস্থা থেকে সেরে ওঠা সম্ভব নয়। তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই জেনারেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে পাকিস্তান ও ভারতের কয়েকটি সংবাদমাধ্যম খবরও প্রকাশ করে। পরে মোশাররফের মৃত্যুর গুজব নাকচ করে বিবৃতি দেয় পরিবার।

পারভেজ মোশাররফের মৃত্যুর গুজব নাকচ করে দিয়েছে তার দল অল পাকিস্তান মুসলিম লিগও (এপিএমএল)। এপিএমএল মুখপাত্র আমান খান তারিন বলেন, ‘এটা ভুয়া খবর।’

পারভেজ মোশাররফ ২০১৬ সালের মার্চে চিকিৎসার কথা বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই চলে যান। এরপর তিনি আর পাকিস্তানে ফেরেননি। বর্তমানে দুবাইতেই অবস্থান করছেন মোশাররফ।

এপিএমএলের বরাত দিয়ে জিও নিউজ জানায়, বাসায় থেকেই সাবেক এই প্রেসিডেন্ট ‘অ্যামিলয়ডোসিস’ রোগের চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল। এই রোগের ফলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ও কোষে ‘অ্যামিলয়ড’ নামে একধরনের অস্বাভাবিক প্রোটিন তৈরি হয়। ফলে অঙ্গপ্রত্যঙ্গ ও কোষগুলো স্বাভাবিক কাজ করতে পারে না।

২০০৭ সালের ৩ নভেম্বর সংবিধান স্থগিত করায় ২০১৪ সালের ৩০ মার্চ অভিযুক্ত করা হয় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া মোশাররফকে। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর সর্বোচ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত।

আরও পড়ুন