Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্যঝুঁকি শনাক্তে নমুনা সংগ্রহ স্বাস্থ্য অধিদপ্তরের

Main Image

সীতাকুণ্ডের বিএম ডিপোতে রাসায়নিক দুর্ঘটনা পরবর্তী জনস্বাস্থ্য ঝুঁকি পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থলে যান তারা


চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণ স্থল পরিদর্শন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

শুক্রবার ( ১০জুন) সকালে অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণের (সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা গেছে, সীতাকুণ্ডের বিএম ডিপোতে রাসায়নিক দুর্ঘটনা পরবর্তী জনস্বাস্থ্য ঝুঁকি পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের জন্য তারা ঘটনাস্থলে যান।

ঘটনাস্থল পরিদর্শনে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীও ছিলেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি দল আজ ডিপো পরিদর্শন করেছে। কেমিক্যাল স্পেশালিস্টসহ বিশেষজ্ঞ টিম ডিপোটি ঘুরে দেখেছেন।

তিনি আরও বলেন, প্রতিনিধি দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। এগুলো ঢাকায় নিয়ে পরীক্ষা করে বিচার বিশ্লেষণ শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানাবে।

৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৬ জন নিহত এবং কয়েকশ মানুষ দগ্ধ ও আহত হয়েছন।

আরও পড়ুন