Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী খুন

Main Image

মন রাজ্যের মাওলামায়িন থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মায়ো মিন


মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম মায়ো মিন হটুট। খবর এএফপির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বুধবার (৮ জুন) মন রাজ্যের মাওলামায়িন থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মায়ো মিন। এ সময় হামলার শিকার হলে নিহত হন তিনি। পাঁচ বছর ধরে তিনি সংস্থাটির গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনও স্পষ্ট নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফেসবুকে জানিয়েছে, তার মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবার ও তার সহকর্মীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

২০২১ সালের ১ ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমার সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে সু চি’র সমর্থিত বহু মানুষ প্রবল আন্দোলন গড়ে তুলেছে জান্তার বিরুদ্ধে। এ বিক্ষোভে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

পর্যবেক্ষণ গোষ্ঠীগুলো বলছে, চলমান সহিংসতায় কমপক্ষে ২ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন