Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ চিকিৎসক আহত

Main Image

বুধবার (৮ জুন) উপজেলার পালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।


কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক।
বুধবার (৮ জুন) উপজেলার পালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন মালিথা ও ঊষা সরকার।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ডা. ইমরান হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক মোহাম্মদ আব্দুল্লাহ এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন তারা। পথে পালি বাজার এলাকায় একটি ভ্যানের সঙ্গে অটোরিকমার মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন