Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


শজিমেক চিকিৎসকের আত্মহত্যা

Main Image

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ডা. খোকন সাহা আত্মহত্যা করেছেন


বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ডা. খোকন সাহা আত্মহত্যা করেছেন।

কুমিল্লার বাসিন্দা খোকন সাহা চান্দিনা কংগাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন।

পরে ভর্তি হন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। তিনি ছিলেন শজিমেকর ২০তম ব্যাচের শিক্ষার্থী।

ডা. খোকন সাহা এরই মধ্যে এমএস, এফসিপিএস পার্ট-১ সম্পন্ন করেছেন। তিনি প্রথমবারেই ৩৮তম ও ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। ডা. খোকন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগে কর্মরত ছিলেন।

তার স্ত্রী ডা. চৈতি সাহা ৩৭তম বিসিএসে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। তবে ডা. খোকন সাহার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

আরও পড়ুন