Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


নতুন কমিটি পেল সন্ধানী

Main Image

সন্ধানীর নতুন কমিটি


দেশের স্বাস্থ্য খাতের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর কেন্দ্রীয় কমিটি সভাপতি রাফায়েত হোসেন সৌরভ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিশিথ কুমার মন্ডল। বৃহস্পতিবার সংগঠনটির নিজস্ব ভবনে কেন্দ্রীয় পরিষদের নির্বাচন ও সভা অনুষ্ঠিত সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।

এছাড়াও সহ-সভাপতি হয়েছেন হাসিবুল হক হাসিব, এসএম মইনুল কবির ও বাদশাহ আলম। সহ-সাধারণ সম্পাদক সিয়াম সামস, গৌরব বিশ্বাস। অর্থ সম্পাদক শহীদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ও সন্ধানীর অচলাবস্থা নিরসন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী।

কমিটির নির্বাচন ও সভায় আরও উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সদস্য ও সন্ধানীর অচলাবস্থা নিরসন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মনিলাল আইচ মিন্টু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান খান, সন্ধানীর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোশারফ হোসেন মুক্ত।

আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান ডা. সিদ্দিকী জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল খায়ের মো. সালেক, অধ্যাপক মনসুর আহম্মদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক নীহার রঞ্জন রায়, বিএমআরসির পরিচালক মাহমুদুজ্জামান রিপন প্রমুখ।

আরও পড়ুন