Advertisement
Doctor TV

শুক্রবার, ৯ মে, ২০২৫


মানহীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

Main Image

হাসপাতালের কার্যক্রমে মান না পেলে কঠোর আইনের প্রয়োগ করা হবে


সারা দেশে অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (৩১ মে) পর্যন্ত সারা দেশে ১ হাজার ৩৩৪টি অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানের মধ্যেই মানহীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১ জুন) জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘হাসপাতালের কার্যক্রমে মান না পেলে কঠোর আইনের প্রয়োগ করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আশেপাশের দেশগুলোর তুলনায় স্বাস্থ্যখাতে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। আর এ সফলতার পেছনে কমিউনিটি ক্লিনিক সবচেয়ে বড় ভূমিকা রাখছে। স্বাস্থ্যসেবাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বিশ্বেই একটি বড় সমস্যা। এ নিয়ে কাজ করতে হবে। তাছাড়া অসংক্রামক রোগে দেশে ৬৭ শতাংশ মানুষের মৃত্যু হচ্ছে। এই মৃত্যুরোধে আমরা কাজ করছি।’

আরও পড়ুন