Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫


বুস্টার ডোজ সপ্তাহ শুরু ৪ জুন

Main Image

সাতদিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে


করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নাগরিকদের এবার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি নিয়েছে সরকার। সারা দেশে ‘বুস্টার ডোজ সপ্তাহ’ নামে এ টিকাদান কর্মসূচি শুরু হবে ৪ জুন, চলবে ১০ জুন পর্যন্ত।

মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এ সাতদিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে টিকাকেন্দ্রে আসার সময় অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

এতে আরও বলা হয়, কর্মসূচির আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় বা বুস্টার ডোজ করোনা টিকা নিতে পারবেন। দ্বিতীয় ডোজের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। এক্ষেত্রে সঙ্গে টিকা কার্ড বাধ্যতামূলক। এছাড়া বুস্টার ডোজের পাশাপাশি করোনা টিকার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে। টিকার সম্পূর্ণ সুফল পেতে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।

আরও পড়ুন