Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ঝিনাইদহে অবৈধ ৮ ক্লিনিক সেন্টার সিলগালা

Main Image

ঝিনাইদহে অনিবন্ধিত আটটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ


ঝিনাইদহে অনিবন্ধিত আটটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (২৭ মে) দুপুরে শহরের আরাপপুর, বাস টার্মিনাল, হামদহ এলাকায় অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক জেলাজুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব হাসপাতালের নিবন্ধন নেই, সেগুলো সিলগালা করা হয়েছে। নিবন্ধন পাওয়ার পর তা চালু করতে পারবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ পর্যন্ত ওমেগা প্রাইভেট হাসপাতাল, ছন্দা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নোভেল প্রাইভেট হাসাপাতালসহ ৮টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, জেলায় ১৭৯টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যার মধ্যে ২৭টি অনিবন্ধিত ও ৪৮টির লাইসেন্স নবায়ন করা হয়নি।

আরও পড়ুন