Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মাঙ্কিপক্সসহ ভয়াবহ ৩ চ্যালেঞ্জের মুখে বিশ্ব

Main Image

কভিড মহামারীই এখন শুধু বিশ্বের একমাত্র সংকট নয়


করোনা, মাঙ্কি পক্স ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার সময় সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসুস ১৫ দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। খবর বিবিসির।

গেব্রিয়াসুস বলেন, ‘কভিড মহামারীই এখন শুধু বিশ্বের একমাত্র সংকট নয়। আমরা এখন জলবায়ু পরিবর্তন, বৈষম্য এবং ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে রোগ, খরা, দুর্ভিক্ষ এবং যুদ্ধের মতো ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি।’

তিনি আরও বলেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব, মাঙ্কিপক্স এবং আফগানিস্তান, ইথিওপিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন ও ইয়েমেনে জটিল মানবিক সংকট দেখা দিয়েছে।’

আরও পড়ুন