Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ফ্লাইটকর্মীর সহায়তায় মধ্য আকাশে সন্তান জন্ম

Main Image

সন্তান জন্মদানের জায়গাটিকে উৎসর্গ করে ওই যাত্রী নবজাতকের নাম রেখেছেন ‘স্কাই’


মধ্য আকাশেই সন্তান জন্ম দিলেন এক নারী। সন্তানসম্ভবা সেই নারীকে প্রসবে সহায়তা করে রীতিমতো ‘বীরের’ মর্যাদা পেয়েছেন ফ্রন্টিয়ার এয়ারলাইনসের ফ্লাইটের এক কর্মী। সন্তান জন্মদানের জায়গাটিকে উৎসর্গ করে ওই যাত্রী নবজাতকের নাম রেখেছেন ‘স্কাই’। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের সুপরিচিত উড়োজাহাজ কোম্পানি ফ্রন্টিয়ার এয়ারলাইনসের ফ্লাইটটি যাচ্ছিল কলোরাডো থেকে ফ্লোরিডায়। ওই ফ্লাইটের এক যাত্রীর হঠাৎ প্রসববেদনা ওঠায় তাকে সাহায্য করতে এগিয়ে আসেন উড়োজাহাজের ফ্লাইট অ্যাটেনড্যান্ট ডায়ানা গিরালডো। ওই যাত্রীর নাম অবশ্য উড়োজাহাজ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি।

গিরালডোর সাহায্যে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার পথে মধ্য আকাশে কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী।

গিরালডোর এই সাহায্যকে ‘নজির সৃষ্টিকারী’ বলে অভিহিত করেন উড়োজাহাজটির ক্যাপ্টেন ক্রিস নে। মধ্য আকাশে সুস্থ–সবল সন্তান জন্মদানে সহায়তাকে বীরোচিত বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নতুন মাকে শুভেচ্ছা জানানোর হিড়িক। ফ্রন্টিয়ার এয়ারলাইনসের কর্মীকেও অভিনন্দন জানাতেও ভুলছেন না কেউ।

এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এটা অসাধারণ! ঈশ্বরের কৃপায় সব ভালোভাবেই হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। দারুণ কাজ।’ আরেকজন লিখেছেন, ‘এটা এমন একটি গল্প, যা সাধারণত বলা বা শোনার সুযোগ পাওয়া যায় না। সৌভাগ্যবশত ফ্লাইট কর্মীর জ্ঞান কাজে লেগেছে।’

ক্যাপ্টেন আরও জানান, প্রসবের সময় ঘটনাটি তাকে জানানো হয়। তখন ফার্স্ট অফিসারকে উড়োজাহাজের দায়িত্ব দিয়ে পেনসাকোলা বিমানবন্দরের সাথে তিনি যোগাযোগ করছিলেন। ওই বিমানবন্দরে প্রসবে সাহায্যের জন্য প্যারামেডিকরা তৈরি ছিলেন।

ক্যাপ্টেন নে বলেন, ‘অসাধারণ একটা কাজ হয়েছে।’ তার এটা ভেবে ভালো লাগছে যে সফলভাবে প্রসবের জন্য পুরো উড়োজাহাজের সবাই এক সাথে কাজ করেছে।

আরও পড়ুন