Advertisement
Doctor TV

শুক্রবার, ২ মে, ২০২৫


এক হাসপাতালে একই সময়ে ১১ ডাক্তার-নার্স অন্তঃসত্ত্বা!

Main Image

লিবার্টি শহরের এ ঘটনায় অনেকেই মজা করছেন, হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো!


যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক হাসপাতালে একই বিভাগে কর্মরত ১১ চিকিৎসক ও নার্স একই সময়ে অন্তঃসত্ত্বা হয়েছেন। তাদের মধ্যে এক চিকিৎসক ছাড়া সবাই নার্সের কাজ করেন। খবর ডেইলি মেইল।

লিবার্টি শহরের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর সামাজিকমাধ্যম ব্যবহারকারী অনেকেই মজা করছেন, ‘হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো!’ জবাবে অবশ্য নার্সরাও মজা করেন, তারা প্রত্যেকেই বাড়ি থেকে পানি সঙ্গে নিয়ে আসেন।

হাসপাতালের ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনেকোলজি বিভাগের ওই ১১ জনের একজন হানা মিলার। ‘গুড মর্নিং আমেরিকা’ শোতে তিনি বলেন, ‘একসাথে ১১ জনের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে অনেকেই রসিকতা করছেন। এ ঘটনার পর হাসপাতালের অন্য নার্সরা বলছেন, তারা আর হাসপাতালের পানি খাবেন না।’

আরও পড়ুন