Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


সাকিব করোনামুক্ত

Main Image

শুক্রবারই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব


যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেই করোনা আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। গত ১০ মে পরপর দুটি পরীক্ষায় তার পজিটিভ আসে। ফলে ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েন।

শুক্রবার (১৩ মে) সুখবরই দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তিনি জানান, সাকিব করোনামুক্ত হয়েছেন। তবে চট্টগ্রামে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়।

শুক্রবারই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। শনিবার থেকে অনুশীলন করবেন। পরশু সিদ্ধান্ত হবে তিনি খেলবেন কিনা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টেই সাকিবের খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন