Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


রাশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ বাংলাদেশি চিকিৎসকদের

Main Image

ইন্টার্নশিপের সব খরচ বহন করবে রাশিয়া।


বাংলাদেশের চিকিৎসকদের ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে রাশিয়া। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তাদের প্রধান চিকিৎসা ও বৈজ্ঞানিক কেন্দ্রগুলোয় বাংলাদেশের চিকিৎসকদের ইন্টার্নশিপের এ সুযোগ দেওয়া হচ্ছে।

রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। 

পোস্টটিতে বলা হয়েছে, ইন্টার্নশিপের সব খরচ বহন করবে রাশিয়া। এ ছাড়া ন্যূনতম খরচে বাংলাদেশি চিকিৎসকদের আবাসনের সুবিধা এবং ভাষা শিখতে সহায়তা করা হবে। ইন্টার্নশিপে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিদের প্রশিক্ষণের বিষয়, প্রয়োজনীয় দক্ষতার কাগজপত্রসহ যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের এই ই–মেইলে (rusembbd@gmail.ru) দরকারি সব তথ্য পাঠানো যাবে।

আরও পড়ুন