Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


যুক্তরাষ্ট্রে করোনা মহামারী শেষ হয়েছে

Main Image

ভাইরাসটিকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না। তবে টিকার মাধ্যমে সংক্রমণের হার নিম্নমুখী রাখা সম্ভব হবে


যুক্তরাষ্ট্রে করোনা মহামারী পর্ব শেষ হয়েছে বলে দাবি করেছেন হোয়াইট হাউজের করোনাবিষয়ক উপদেষ্টা অ্যান্তোনি ফাউসি। খবর সিএনএন।

করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এরই মধ্যে দৈনিক সংক্রমণ ও হাসপাতালে ভর্তির হার কমেছে। এমন প্রেক্ষাপটে পিবিএস নিউজআওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ফাউসি বলেন, ‘এ মুহূর্তে আমরা করোনা মহামারী পর্ব থেকে বেরিয়ে এসেছি। নতুন সংক্রমণ অনেক কম। হাসপাতালে নেই ভর্তি রোগীর চাপ। কমে গেছে মৃত্যুহার। পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে।’

তবে সতর্ক করে তিনি বলেন, ‘ভাইরাসটিকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না। তবে নিয়মিত বিরতিতে টিকা প্রয়োগের মাধ্যমে সংক্রমণের হার নিম্নমুখী রাখা সম্ভব হবে।’

ফাউসি বলেন, ‘করোনা অনেক দিন থাকতে পারে। সংক্রমণ যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে, বিশ্বে তীব্রতা বাড়ে অথবা সংক্রমণ দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটিই মহামারী। এখন সে অবস্থা আর নেই।’

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৬ জন; মারা গেছে ৩০৩। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৮ কোটি ২৮ লাখ ৭২ হাজার ৮৯২ জন; মারা গেছে ১০ লাখ ১৯ হাজার ৭২৫ জন।

আরও পড়ুন