Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ভাড়া নেই, ছেলের লাশ কাঁধে বাইকে ৯০ কিমি গেলেন বাবা

Main Image

মোটরসাইকেলে চেপে বসেন তিনি, কাঁধে নেন সন্তানের লাশ। এভাবেই ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন হতভাগ্য বাবা


বহুবার বলার পরও বাবার আকুতি শোনেননি অ্যাম্বুলেন্সচালক। ৯০ কিলোমিটার যেতে ভাড়া চেয়েছিলেন ২০ হাজার টাকা, যা দরিদ্র বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তাকে সাহায্য করতেও কেউ এগিয়ে আসেননি।

পরে এক পরিচিতের মোটরসাইকেলে চেপে বসেন তিনি, কাঁধে নেন সন্তানের লাশ। এভাবেই ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন হতভাগ্য বাবা।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে। গোটা ঘটনার ভিডিও টুইট করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

এরপরই এটি ভাইরাল হয়। ঘটনা জানতে পেরে দ্রুত তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন