Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


পিল আনল জাপান, নিমেষে তাড়াবে করোনা

Main Image

ক্লিনিক্যাল ট্রায়ালে এস-২১৭৬২২ পিল নিমিষেই ‘করোনা নির্মূলে সক্ষম’ বলে দেখা গেছে


মুখে ওষুধ সেবনেই দূর করা যাবে করোনাভাইরাস— এমন আশার আলো দেখাচ্ছে জাপানের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি শিওনোগি। সম্প্রতি কোম্পানিটি তাদের প্রস্তুত করা একটি পিলের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে শিওনোগি দাবি করেছে, ক্লিনিক্যাল ট্রায়ালে তাদের এস-২১৭৬২২ পিল ‘সংক্রামক সার্চ-কভ-২ ভাইরাস নিমেষেই নির্মূল করতে সক্ষম’ বলে দেখা গেছে।

পরীক্ষায় আরও দেখা গেছে, কভিড-১৯ এর যে ১২টি উপসর্গ দেখা যায়, এই পিলের মাধ্যমে সেগুলোর চিকিৎসায় তেমন কোনো পার্থক্য নেই। বরং ওষুধটি ‘জ্বর এবং শ্বাসকষ্ট’ মিলে কভিডের যে পাঁচটি উপসর্গ দেখা যায় সেগুলোর বিরুদ্ধে অধিক কার্যকর।

গত মার্চে শিওনোগি ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা বিশ্বজুড়ে তাদের ওষুধের তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করতে যাচ্ছে।

কোম্পানিটি এক বছরে এই ওষুধের এক কোটি ডোজ উৎপাদন করতে সক্ষম বলে জানান প্রধান নির্বাহী ইসাও তেশিরোগি।

করোনাভাইরাসের বিরুদ্ধে চিকিৎসায় তাদের ওষুধ সফল হতে যাচ্ছে এমন খবর প্রকাশের পরপরই শিওনোগির শেয়ারের দামে উল্লম্ফন হয়েছে।

আরও পড়ুন