Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


শেখ হাসিনা মেডিকেলে নতুন দায়িত্বে ডা. কুতুব উদ্দীন

Main Image

নিয়োগপত্র তুলে দিচ্ছেন বি


খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. কুতুব উদ্দীন মল্লিক।

বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০২১ ‘এর ২৪(৫) ধারা অনুযায়ী খুলনা মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মল্লিককে বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো। অবৈতনিক ডিন হিসেবে দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

ডা. কুতুব উদ্দীন মল্লিক আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহাকারী অধ্যাপক ছিলেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিবিএস পাস করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ থেকে এমডি করেন। তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ থেকেও পোস্ট গ্রাজুয়েট করেছেন।

আরও পড়ুন