Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


নিউ মার্কেটের সংঘর্ষে দুটি অ্যাম্বুলেন্স ভাঙচুর

Main Image

সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করা হয়


নিউ মার্কেট এলাকায় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত দুটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত থেকে সংঘর্ষ চলছে। মঙ্গলবার সংঘর্ষের এক পর্যায়ে রোগী নিয়ে যাওয়ার পথে নিউ মার্কেটের সামনে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। ব্যবসায়ী ও দোকানের কর্মীরা এটি ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রায় একই সময়ে ঢাকা কলেজের সামনে আরেকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করেন ব্যবসায়ী ও দোকানকর্মীরা। এ সময় চালক নীলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে গিয়ে পুলিশকে অনুরোধ করেন। পরে পুলিশ দ্রুত রোগীকে হাসতাপালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু ততক্ষণে অ্যাম্বুলেন্সটির চতুর্দিকের সবগুলো গ্লাস ভেঙে ফেলা হয়েছে।

আরও পড়ুন