Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


১৫ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ ফ্লোরিডায়

Main Image

জুলাই শুরু থেকেই নতুন এই আইন কার্যকর হবে ।


ফ্লোরিডায় গর্ভধারণের ১৫ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ করে বিল পাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস এই বিলে সাক্ষর করেন।

এ সময় তিনি বলেন, ১৫ সপ্তাহের পর গর্ভের একটি শিশুর হৃদপিণ্ড কাজ করে, সে নড়াচড়া করতে পারে, ব্যথা অনুভব করার ক্ষমতা জন্মায় এমনকি দেখতেও পায়। এ অবস্থায় একটি জীবনের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।

তিনি আরো বলেন, প্রতিটি জীবন একটি পবিত্র উপহার যা আমাদের নিরাপত্তা দাবী করে। আমি এই আইন সাক্ষর করে খুব গর্ব অনুভব করছি। এ রাজ্যের আধুনিক ইতিহাসে মানব জীবন রক্ষায় এই আইন খুবই মহত্বপূর্ণ।

ধর্ষণ ও মানবপাচার এর সময় গর্ভধারণের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য। শুধুমাত্র মায়ের জীবন রক্ষা কিংবা গুরুতর কোন আঘাতের চিকিৎসার ক্ষেত্রে শিথিল যোগ্য হবে এই আইন ।

জুলাই শুরু থেকেই নতুন এই আইন কার্যকর হবে। পূর্বে যুক্তরাষ্ট্রের এই রাজ্যে আইনানুযায়ী গর্ভপাতের নির্ধারিত সময় ছিল ২৪ সপ্তাহ।

উল্লেখ্য,  দুদিন আগেই গর্ভপাতকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত  করে বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের আরেকটি রাজ্য ওকল্যাহোমা।

সূত্রঃ আল জাজিরা 

আরও পড়ুন