Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


চলে গেলেন ডা. শারমিন রাজ্জাক মুনমুন

Main Image

তিনি রামেকের ৩৭ তম ব্যাচের ছাত্রী ছিলেন।


রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শারমিন রাজ্জাক মুনমুন মারা গেছেন। 

সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাত ৪টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্যাহ আল মাসুম তার নিজস্ব ফেসবুক ওয়ালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেন, সব চেষ্টা ব্যর্থ করে, সবাইকে কষ্টের সাগরে ভাসিয়ে, না ফেরার দেশে চলে গেছেন আমাদের বন্ধু ডা. শারমিন রাজ্জাক মুনমুন। পবিত্রতম এই মাসে মহান রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এ সময় তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ডা. শারমিন রাজ্জাক মুনমুন রাজশাহী মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস্ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রামেকের ৩৭ তম ব্যাচের ছাত্রী ছিলেন।

আরও পড়ুন