Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


অভাবে মেডিকেল ভর্তি নিয়ে চিন্তিত দীপ্তি-মারুফা

Main Image

জেলেপল্লির অদম্য তরুণী মারুফা খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে


মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার দীপ্তি রানী। কিন্তু ভর্তি নিয়ে চিন্তায় পড়েছে তার পরিবার। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে চিন্তিত মৎস্যজীবী বাবা।

দীপ্তি রানী পীরগঞ্জ পৌরসভার উজিরপুর মাঝিপাড়ার মৎস্যজীবী ধলু চন্দ্রের মেয়ে। মেয়ের অদম্য ইচ্ছায় লেখাপড়ায় উৎসাহ দিয়ে আসছেন তিনি।

২০২১-২২ শিক্ষাবর্ষে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন দীপ্তি। তিনি পীরগঞ্জের সরকারি শাহ আব্দুর রউফ কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এর আগে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

দীপ্তির বাবা ধলু চন্দ্র বলেন, ‘মাছ ধরে হাট-বাজারে বিক্রি করে যা পাই তা দিয়ে কোনোমতে সংসার চলে। দুই মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হয়। এরপরও মেয়ের অদম্য ইচ্ছাশক্তিতে বাধা দেইনি। তবে শেষ পর্যন্ত মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারব কি না তা নিয়ে বেশ চিন্তায় রয়েছি।’

দীপ্তি রানী বলেন, ‘অভাব-অনটনের সংসারে অনেক ইচ্ছাই পূরণ হয়নি। কষ্ট করে পড়ালেখা চালিয়ে আসছি। চিকিৎসক হয়ে মা-বাবার স্বপ্ন পূরণ করতে চাই।’

একই অবস্থা সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা জেলেপল্লির অদম্য তরুণী মারুফা খাতুনের। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তার পরিবার।

মৎস্যজীবী মো. আজিত বিশ্বাস ও গৃহিণী তাছলিমা বেগমের তিন সন্তানের মধ্যে বড় মারুফা। শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পান। তালা মহিলা কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে একই ফল অর্জন করেন মারুফা।

এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে তিনি।

আজিত বিশ্বাস বলেন, ‘নদীতে মাছ ধরে পাঁচ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতে হয়। মেয়ের পড়াশোনার খরচ যোগাতে হিমশিম খেতে হয়। এ মুহূর্তে মারুফার ভর্তি খরচ, বই-খাতাসহ সাতক্ষীরায় স্থানান্তরের জন্য প্রায় ৪০ হাজার টাকা প্রয়োজন। এত টাকা কীভাবে জোগাড় করবে জানি না।’

মারুফা খাতুন বলেন, ‘অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল। ভর্তির রেজাল্টে নাম এসেছে। কিন্তু মেডিকেলে পড়ানোর মতো আর্থিক সচ্ছলতা নেই আমার পরিবারের।’

তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ‘কৃতি ছাত্রী মারুফা সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তবে তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না। আমরা তার পরিবারকে যথাসাধ্য সাহায্যের চেষ্টা করব।’

আরও পড়ুন