Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আব্দুল্লাহ

Main Image

আব্দুল্লাহ রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।


এমবিবিএস ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ। লিখিত পরীক্ষায় দ্বিতীয় সর্বোচ্চ ৯১.৫ নাম্বার পেয়েছেন তিনি।

আব্দুল্লাহ রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।

অভিব্যক্তি প্রকাশ করতে যেয়ে আব্দুল্লাহ বলেন, ‘ভাল লাগছে। তবে আমি আসলে এর যোগ্য না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।‘

মঙ্গলবার (৫ এপ্রিল)  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে উপস্থিত হয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

এ বছর পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন, যার বিপরীতে পাশ করেছে ৭৯ হাজার ৩৩৯ জন। পাশের হার ৫৫.১৩ শতাংশ। 

পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে সরকারি মেডিকেলে ১ হাজার ৮৮৫ জন ছেলে ও  ২ হাজার ৩৪৫ জন মেয়ে সুযোগ পেয়েছে।

 

 

আরও পড়ুন