Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মা-বাবার আশা হয়ে রইল বাকি এক

Main Image

মা-বাবার আশা হয়ে বেঁচে থাকা একমাত্র নবজাতককেও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে


রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সাথে জন্ম নেওয়া চার নবজাতকের আরেকজন মারা গেছে। এ নিয়ে তিন নবজাতকের মৃত্যু হলো।

মা-বাবার আশা হয়ে বেঁচে থাকা একমাত্র নবজাতককেও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিকা মজুমদার জানান, আজ রবিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এক নবজাতক মেয়ে মারা যায়। এর আগে এক নবজাতক ছেলে ও এক নবজাতক মেয়ের মৃত্যু হয়।

বিয়ের আট বছর পর ২২ মার্চ মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান ও আদুরী বেগম দম্পতি চার সন্তানের মা-বাবা হন। চার নবজাতকের তিনটি মেয়ে ও একটি ছেলে।

জন্মের ১৬ ঘণ্টা পর ছেলে নবজাতকের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার মারা যায় এক মেয়ে নবজাতক, আজ সকালে মারা যায় আরেক মেয়ে নবজাতক।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ফারহানা ইয়াসমিন বলেন, গর্ভধারণের আট মাসে এই চার নবজাতকের জন্ম হয়। এর মধ্যে ছেলেসহ তিন নবজাতকের ওজন কম ছিল।

> বিয়ের ৮ বছর পর কোলে এক সাথে ৪ সন্তান

আরও পড়ুন