Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


পুতিনের ধমকে হৃদরোগে আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী!

Main Image

ইউক্রেনে অভিযানে ব্যর্থতার জন্য পুতিন শোইগুকে অভিযুক্ত করার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন


ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন গেরাশচেনকো দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

ফেসবুক পোস্টে এমন দাবি করে তিনি বলেছেন, ইউক্রেনে অভিযানে ব্যর্থতার জন্য পুতিন শোইগুকে অভিযুক্ত করার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। খবর বিবিসির।

১১ মার্চ থেকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে সশরীর জনসম্মুখে আসতে দেখা যায়নি। ২৪ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশিত এক ভিডিওতে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল তাকে। এমন অবস্থায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন গেরাশচেনকোর দাবি, সের্গেই শোইগু হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

গেরাশচেনকো লিখেছেন, ‘ইউক্রেনে চলমান অভিযানে পুরোপুরি ব্যর্থতার জন্য পুতিন শোইগুকে কঠোরভাবে অভিযুক্ত করার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।’ শোইগু এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

শোইগুর হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সম্পর্কে বিবিসি রাশিয়ার কোনো বক্তব্য পায়নি।

আরও পড়ুন