Advertisement
Doctor TV

শনিবার, ২৬ জুলাই, ২০২৫


টিকা লাগলে আমেরিকা আরও দেবে: স্বাস্থ্যমন্ত্রী

Main Image

ভবিষ্যতে টিকা লাগলে যুক্তরাষ্ট্র তা দেবে বলে জানান যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড


মানুষকে প্রায় ২২ কোটি ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকাদান কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ছিলেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। এর মধ্যে ৬ কোটি ১০ লাখ ডোজ ফাইজার ও মডার্নার টিকা উপহার হিসেবে আমাদের দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দেশের জনগণ।’

তিনি বলেন, ‘আগামীতেও দেশটি আমাদের প্রয়োজনে আরও টিকা দেবে। তারা ১৮টি ফ্রিজার ভ্যান ও টিকা কর্মসূচি সফলে প্রশিক্ষণে সহায়তা করেছে। প্রায় ৯০ মিলিয়ন ডলারের বিভিন্ন সরঞ্জাম সহায়তা দিয়েছে এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। আমরা আশা করি আমেরিকার সরকার ও জনগণের সাথে আমাদের সম্পর্ক আরও জোরদার হবে।’

এ সময় ভবিষ্যতে টিকা লাগলে যুক্তরাষ্ট্র তা দেবে বলে জানান যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। বাংলাদেশের টিকা কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, ‘শিশুসহ গ্রামীণ পর্যায়ে করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ভালো করেছে। অথচ কাজটি মোটেই সহজ ছিল না।’

নুল্যান্ড আরও বলেন, ‘আমরা এখানে এসে দেখতে পেয়েছি- বাংলাদেশ টিকাদানে অনেক বড় সফলতা অর্জন করেছে। এখানে শিশু থেকে শুরু করে সবাইকেই টিকা দেওয়া হয়েছে। মানুষ বুস্টার ডোজও পাচ্ছে। বাংলাদেশ আরও উন্নতি করবে।’

আরও পড়ুন