Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


যুদ্ধের মধ্যে ইউক্রেনে ৫০০০ শিশুর জন্ম

Main Image

ইউক্রেনে অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৭ শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন


যুদ্ধের মধ্যেই ইউক্রেনে কমপক্ষে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা-ইউনিসেফের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

ওই মুখপাত্র বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর আলাদা গল্প রয়েছে। এসব শিশুদের জীবন এখন অন্ধকারে নিমজ্জিত। কারণ তাদের পরিবারগুলো প্রায় ছিন্ন-বিচ্ছিন্ন। এসব শিশুদের জরুরিভিত্তিতে শান্তি প্রয়োজন বলেও জানান তিনি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৭ শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে অর্ধশতাধিক শিশু।

জাতিসংঘ পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে এ হিসাব দেন। তবে প্রকৃত নিহতের সংখ্যা বেশি বলেই ধারণা।

রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে বলেন, ‘ইউক্রেনে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত ভবন আর আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত নয়তো ধ্বংস হয়েছে।’

তিনি বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ইউক্রেনে ৫২ শিশুসহ ৭২৬ জন বেসামরিক মানুষ নিহতের কথা নিশ্চিত হয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। জাতিসংঘ জানিয়েছে, অভিযানের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

আরও পড়ুন