Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


যুক্তরাষ্ট্রে চতুর্থ ডোজের অনুমোদন চেয়েছে ফাইজার

Main Image

গত বছরের শেষদিকে ইসরায়েল বিশ্বে প্রথম টিকার চতুর্থ ডোজের অনুমোদন দেয়


করোনা মহামারী প্রতিরোধে টিকার চতুর্থ ডোজের অনুমোদন চেয়েছে ফাইজার-বায়োএনটেক। যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফাইজার মূলত ৬৫ বছর ও এর বেশি বয়সীদের জন্যই আপাতত টিকার চতুর্থ ডোজের জরুরি অনুমোদন চেয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গত বছরের শেষদিকে ইসরায়েল বিশ্বে প্রথম টিকার চতুর্থ ডোজের অনুমোদন দেয়। মূলত ভাইরাসের ওমিক্রন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অনুমোদন দেয় তারা।

এক বিবৃতিতে ফাইজার-বায়োএনটেক জানিয়েছে, দুটি ইসরায়েলি গবেষণায় দেখা গেছে, করোনা টিকার অতিরিক্ত একটি এমআরএনএ বুস্টার (চতুর্থ ডোজ) মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নিশ্চিত সংক্রমণ ও গুরুতর অসুস্থতার হার কমিয়ে দেয়। গবেষণার এ ফলাফলের ওপর ভিত্তি করেই চতুর্থ ডোজের অনুমোদনের আহ্বান জানানো হয়েছে।

করোনা টিকার চতুর্থ ডোজে নিরাপত্তা সংক্রান্ত নতুন কোনো সমস্যা নেই এবং প্রথম বুস্টার নেওয়ার পর বাড়তি আরেক ডোজ বুস্টার গ্রহণকারীদের শরীরে কোনো সমস্যা দেখা দেয়নি বলে এতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন