Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


আফগানিস্তানে ব্যাপক হারে ছড়িয়েছে হাম, ১২৪ শিশুর মৃত্যু

Main Image

অস্বাস্থ্যকর এবং অপর্যাপ্ত খাদ্যের কারণে শিশুরা মূলত হাম আক্রান্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে।


যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে হাম। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৯০০ শিশু হাম আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ১২৪ জন।

গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা খামা নিউজ এ তথ্য জানিয়েছে।

হামের প্রকোপ বেশি এমন প্রদেশগুলোতে সরকারের ছয় দিনের টিকা কর্মসূচি শুরুর মধ্যেই এই তথ্য প্রকাশ্যে আসলো।

মন্ত্রণালয় জানিয়েছে, হামে সবচেয়ে বেশি শিশু মারা গেছে রাজধানী কাবুল, হেলমান্দ ও কুন্দুজ প্রদেশে। আর আক্রান্ত বেশি জাওযান, ঘোর ও কুন্দুজ প্রদেশে।

অস্বাস্থ্যকর এবং অপর্যাপ্ত খাদ্যের কারণে শিশুরা মূলত হাম আক্রান্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। দেশটির ৯৭ শতাংশ মানুষ যেখানে দারিদ্র্যসীমার নীচে বাস করছে, সেখানে এমনটা অস্বাভাবিক কিছু নয়।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বর্তমানে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। সাহায্য নির্ভর অর্থনীতির কারণে দেশটির স্বাস্থ্যখাতও ভেঙে পড়েছে।

আরও পড়ুন